স্মার্টফোনের পিন চুরি সহজ! সাবধান থাকুন (সর্তকতামূলক পোস্ট)
বোনাসঃ DownloadThe To Do List [BRRip] Movie 2013
গবেষক
দলটি পিন স্কিমার নামে বিশেষ একটি প্রোগ্রাম তৈরি করে সেটি স্মার্টফোনে
ব্যবহার করে। এ প্রোগ্রাম ব্যবহারের মাধ্যমে যখন কেউ স্মার্টফোন
ব্যবহারকারীর ছবি তোলে তখন তার মাধ্যমে স্মার্টফোনে দেওয়া পিন সহজেই
মাইক্রোফোনে সংরক্ষণ হয়ে যায়। স্মার্টফোনের টাচস্ক্রিনে যে পিন দেওয়া হয়
সেটি লেখার সঙ্গে সঙ্গে মাইক্রোফোনে সংরক্ষণ হতে শুরু করে। পরবর্তী সময়ে সে
সংকেতটি হাতবদল হতে পারে। গুগল নেক্সাস এস এবং স্যামসাংয়ের গ্যালাক্সি
এসথ্রি স্মার্টফোনের ওপর এ পরীক্ষা করা হয়।
গবেষণা দলের অধ্যাপক রস
অ্যান্ডারসন এবং লরেন্ট সিমন জানান, ‘আমরা আসলে এ গবেষণার মাধ্যমে এটাই
প্রমাণ করতে চেয়েছি যে ক্যামেরা দিয়ে শুধু ছবি তোলাই নয় আরও অনেক কিছুই করা
যায়। বিশেষ করে চার অক্ষরের পিন সফলভাবে পাওয়া যায় ৫০ শতাংশ আর আট অক্ষরের
পিন পাওয়ার ক্ষেত্রে সফলতা প্রায় ৬০ শতাংশ।’ গবেষণার ফলাফল দেখে
যেখানে-সেখানে যে কারও ক্যামেরা, স্মার্টফোন কিংবা ট্যাবলেটে ছবি না তোলার
পরামর্শ দিয়েছেন গবেষকেরা।
তাঁদের মতে, এভাবে পিন হাতবদল হওয়ার বিষয়টি ভালো কিছু নয়। নিজের ব্যক্তিগত অনেক তথ্যই অন্যের হাতে চলে যেতে পারে বলেও সতর্ক করে দিয়েছেন গবেষকেরা। সাধারণ স্মার্টফোন সুরক্ষার ক্ষেত্রে পিন সহজেই হাতবদল হলেও তেমন ক্ষতি হওয়ার আশঙ্কা নেই। তবে একই পদ্ধতিতে অন্যান্য পিন চুরি হলে সে ক্ষেত্রে সমস্যা হতে পারে বলে ধারণা নিরাপত্তা বিশ্লেষকদের। তাই ব্যবহারকারীদেরই সাবধান থাকতে হবে।
—বিবিসি অবলম্বনে
তাঁদের মতে, এভাবে পিন হাতবদল হওয়ার বিষয়টি ভালো কিছু নয়। নিজের ব্যক্তিগত অনেক তথ্যই অন্যের হাতে চলে যেতে পারে বলেও সতর্ক করে দিয়েছেন গবেষকেরা। সাধারণ স্মার্টফোন সুরক্ষার ক্ষেত্রে পিন সহজেই হাতবদল হলেও তেমন ক্ষতি হওয়ার আশঙ্কা নেই। তবে একই পদ্ধতিতে অন্যান্য পিন চুরি হলে সে ক্ষেত্রে সমস্যা হতে পারে বলে ধারণা নিরাপত্তা বিশ্লেষকদের। তাই ব্যবহারকারীদেরই সাবধান থাকতে হবে।
—বিবিসি অবলম্বনে
বোনাসঃ DownloadThe To Do List [BRRip] Movie 2013
যারা নতুন নতুন সব মুভি পেতে চান তারা Free Direct Movies Download চলে আসুন এবং আপনার পছন্দের ছবিটি ডাউনলোড করুন।
No comments:
Post a Comment