Ad

Ad

Pages

Sunday, 3 November 2013

How Can use Free Internet Without Cost. ফ্রী ইন্টারনেট ব্যবহার করুন বিনা পয়সায়

আসসালামু আলাইকুম। সবাইকে আমার শুভেচ্ছা। আমরা সবাই ফ্রী ইন্টারনেট p1 প্যাকেজ active বিনা পয়সাই চালাতে পারি।কিন্তু এর একটি বর সমস্যা যে ১০ এমবি বাবহারের পর স্পীড ২কেবি এর বেসি উঠে না। তাই আমরা বাধ্য হয়েই টাকা খরচ করে যেকনো মিনি প্যাক (১এমবি,৩এমবি) কিনি। কিন্তু এবার আর টাকা খরচ করা লাগবে না।
এবার সমই এসেছে গ্রামীন ফোনকে ১০০ ফুট সাইজ এর বাঁশ ভরার। হারামিরা লিলিপুট হয়ে গালিভারের দিকে হাত বারাই। ইন্টারনেট এর দাম খালি বারিয়েই যাই। তাও আবার স্পীড এর বেলাই মাকাল ফল।
আর এই ফ্রী ইন্টারনেট এর নিয়ম সহজে বন্ধ হছে না কারন এইটা বন্ধ করলে gpmms বন্ধ হয়ে যাবে তাই এই নিয়ম এ অনেক দিন ফ্রী চালাতে পারবেন।
যাই হক কথা না বলে টিউন এ আসি।
প্রথমে p1 লিখে ৫০০০ এ পাথিয়ে দিন তারপর এই পেজ এ চলে যান http://techallusa.blogspot.com/2013/11/pc-grameen-phone-free-net.html (গেমওয়ালা ভাইয়ার টিউন ) এই পেজের নিয়ম এ proxyfire দিয়ে ফ্রী ইন্টারনেট চালান। দেখবেন ১০ এমবি ব্যবহার এর পরও স্পীড বাবাজি একই আছে।
আমাদের ফ্রী ইন্টারনেট খালি বন্ধ হয় এই techtunes এ এসব লেখার জন্য। তাই এমন একটা নিয়ম আবিষ্কার করতে হবে যেন কনদিন বন্ধ না হয়। আর গ্রামীন ফোন ইন্টারনেট এর দান না কমালে আমরা এ রকম ফ্রী ইন্টারনেট চালিয়েই যাবো। সবাই দাম কমাবার জন্য আন্দলন করুন।

PC Grameen Phone Free Net পিসিতে গ্রামীণফোনের ফ্রি নেট (ফাইনাল টিউন) অটো ডিসকানেক্ট সমস্যার সমাধান!!!

 গ্রামীণফোন ফ্রি নেট নিয়ে এটিই আমার শেষ টিউন। এরপর ফ্রি নেট বন্ধ হলে আমি আর নতুন টিপস নিয়ে শেয়ার করবো না।

হাই! আমি টিজে গেমওয়ালা! আমি মূলত গেম নিয়ে টিউন করি এই ব্লগে। তবে ইদানিং জিপি ফ্রি নেট নিয়ে পোষ্ট করছি ধারাবাহিক ভাবে। একটা কথা পরিস্কার করে বলে রাখছি, ভাই আমিও আপনাদের মতোই একজন সাধারণ নেট ইউজার, নেট সম্পর্কে আমার তেমন ধারণা নেই। এই টিপসগুলো আমি বিভিন্ন জায়গা হতে এনে জোড়া দিয়েছি মাত্র এবং আমার কাজ এখানে শুধুমাত্র স্পিডি প্রোক্সি দেওয়া!!! তাই আমাকে এইসব ফ্রি নেট এর বস বলবেন না ।
কিছুদিন আগে রানা ভাই মোবাইলের জন্য অপেরা মিনি নতুন করে দেবার পর তারপরের দিনই গ্রামীণফোন কর্তৃপক্ষ সেটি বন্ধ করে দেয়। এবং পিসিতে ব্যবহার করার জন্য gpmms সেটিং করে দেয়!! আসলে এবার তো কোনো আলাদা করে প্রোক্সি দেওয়া হয়নি সরাসরি জিপিএমএমএস সিলেক্ট করা হয়েছে তাই গ্রামীণফোন gpmms টি ডিলেট করতে পারে নি, কারণ এটি বন্ধ করে দিলে গ্রামীণফোন নেটওর্য়াক এর এমএমএস ব্যবস্থাটিই বন্ধ হয়ে যাবে!! তার মানে এই পদ্ধতিতে অনেকদিন পযর্ন্ত ফ্রি নেট ব্যবহার করা যাবে।
তবে আর শান্তি মতো ব্যবহার করতে দিল না!!! আমার ওই পোষ্টের দুই দিনের মাথায় গ্রামীণফোন এমএমএস নেটওর্য়াক কে ৪ মিনিট ৩৬ সেকেন্ডে লিমিট করে দেয়। মানে প্রায় ৫ মিনিট পর পর নেট অটো ডিসকানেন্ট হয়ে যাবে!! গ্রামীণফোন ভেবেছে যে একটি এমএমএস পাঠাতে ৫ মিনিট এর বেশি সময় লাগে না!! তবে আমি আজ এর সমাধান এনেছি।
গ্রামীণফোন সরকার এর কাছ থেকে ১ গিগাবাইট ডাটা ১৪ টাকায় (১৩ টাকা ৪৪ পয়সা) কিনে। এবং তা আমাদের কাছে ৩৪৫/= টাকায় বিক্রি করে!!! ওরে!!! তাই এই উচ্চ মূল্যের বিরুদ্ধে আমাদের আন্দোলন করতে হবে। ভারতে গ্রামীণফোন (টেলিনর) ১জিবি ডাটা ৩৪ রুপিতে গ্রাহকদের দিচ্ছে। শুধু বাংলাদেশকেই ঠকাবে নাকি!!!
আপনারা নেট ঘাটলে দেখবেন যে, ভারতে এয়ারটেল এর ফ্রি নেট গ্রাহকেরা প্রায় কয়েক বছর ধরে ব্যবহার করছে, তাহলে এয়ারটেল ভারতে ফ্রি নেট বন্ধ করে দেয় না কেন!! কারণ এই ফ্রি নেট এর দরুণ এয়ারটেল অনেক গ্রাহক তাদের নেটওয়ার্কে যুক্ত করতে পেরেছে, বন্ধ করে দিলে এই গ্রাহক গুলোকে হারাবে তারা।
আর বাংলাদেশে গ্রামীণফোন ফ্রি নেট বন্ধ করে দিতে সাহস পায় কারণ গ্রামীণফোন এর মতো নেট স্পিড অন্য কোনো সিম কোম্পানিতে নেই বলে!!! যাই হোক!
ইন্টারনেটের দাম কমাতে হলে আমাদেরকে আন্দোলন এর ডাক দিতে হবে। ১জিবি প্যাক ১০০ টাকা ভ্যাট সহ যদি নির্ধারণ করা হয় তাহলে ফ্রি নেট এর দিকে মানুষ তাকাবেও না!
এবার টিউনে আসি:
প্রথমে আপনাকে পি১ প্যাকেজ ব্যাতিত অন্য যেকোনো প্যাকেজ একটিভ করে নিতে হবে।
এরপর আপনার মোডেম / পিসি সুইট সেটআপ করে নিতে হবে।
পিসি সুইট সেটআপ:
১। নোকিয়া পিসি সুইট ওপেন করুন।

২। এরপর নেট কানেক্ট অপশনে যান। সেখানে নিচের সেটিং অপশনে (স্ক্রু ড্রাইভার আইকন) ক্লিক করুন।

৩। এখানে:

Select Network Operator অপশন থেকে Configure the Connection Manually অপশনে ক্লিক দিয়ে নেক্সট বক্সে ক্লিক করুন।
৪। এখানে শুধু একসেস পয়েন্টে gpmms লিখে টিক চিহ্ন দিয়ে বেরিয়ে আসুন।

৫। এরপর কানেক্ট দিন। প্রথমবার কানেক্ট হতে হালকা সময় নেবে।
এরপর সরাসরি মোজিলা ফায়ারফক্স স্টেপস টিতে চলে যান - - - - -
জিপি মোডেম সেটিং:
১। প্রথমে দেখুন কারেন্ট আছে নাকি!!! আশুগঞ্জ বির্দ্যুৎ কারখানার কয়েকটি মেশিন বন্ধ হয়ে যাওয়ায় এই হবিগঞ্জ এরিয়ায় দিনে ৬ ঘন্টা কারেন্ট পাওয়া যায়!
২। এরপর আপনার পিসি/ল্যাপটপ টি ওপেন করুন।
৩। গ্রামীণফোন মডেম অথবা নোকিয়া পিসি সুইট কানেক্ট করুন।
৪। যেহেতু আমার নোকিয়া পিসি সুইট মানে নোকিয়া সেট নাই তাই আমি গ্রামীণফোন মডেম দিয়ে দেখাচ্ছি, পিসি সুইটেও একই নিময় বজায় রাখুন।
৫। গ্রামীণমোড মডেম সফটটি ওপেন হউক। এরপর টুলস>অপশন এ যান।

৬। টুলস ডায়ালগ বক্স আসলে সেখান থেকে প্রোফাইল ম্যানেজারে যান।

৭। এরপর নিচের মতো করুন এবং ছবি অনুসরণ করুন:

Profile Name:
GPMMS
APN Type:
Static
APN:
gpmms
আর কিছু করা লাগবে না। এরপর সেভ বাটনে ক্লিক করে বেরিয়ে আসুন।
৮। এরপর মেইন মেনু থেকে জিপিএমএমএস সিলেক্ট করে কানেন্ট দিন!

প্রথম বার কানেন্ট হতে হালকা সময় নেবে।****


এখন আপনাকে দুটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে, নিচের লেখায় ক্লিক করে সরাসরি ডাউনলোড দিন:
১। প্রোক্সিমাইজ - সাইজ ৩ মেগাবাইট,
২। অটো ডায়ালার - সাইজ ৪০০ কিলোবাইট।
প্রোক্সিমাইজ:
প্রোক্সি মাইজ সফটওয়্যারটির মাধ্যমে এখন আর আলাদা করে কোনো প্রোক্সি লাগবে না। এতে আপনি আপনার গোপনীয় সাইট (যেমন ফেসবুক, জিমেইল) মানে যেসব সাইটে পাসওর্য়্যাড দিয়ে ডুকতে হয় তা করতে পারবেন। হ্যাক হবে না।
স্টেপস:
১। সফটওয়্যারটি ডাউনলোড করুন,আনজিপ করুন, এটি পোর্টেবল সংস্করণ তাই সরাসরি প্রোক্সিমাইজ আইকনে ক্লিক করে প্রোগ্রামটি রান করুন।
২। সফটটি ওপেন করলে সিরিয়াল চাইবে।
Name:
GameWala
Serial:
2TCKX-TYQHL-NFN33-3YEDY-QW65D
এই তথ্য দিন।
৩। উপরের দিকে নতুন প্রোফাইল বাটনে ক্লিক করুন।


৪। একটি ডায়ালগ বক্স আসবে। এখানে এডড বাটনে ক্লিক করুন।


৫। এখানে এড্রেস বারে লিখুন ১০.১২৮.০০১.০০২ এবং Port বক্সে লিখুন ৮০৮০, প্রোটোকল HTTP নির্বাচন করে বেরিয়ে আসুন। CLICK OK


এরপর প্রোগ্রামটি মিনিমাইজ করে অটো ডায়ালার সফট টি ওপেন করুন।

এরপর অটো ডায়ালার সেটিং করতে হবে।


অটো ডায়ালার:
এই সফটওয়্যারটির মাধ্যমে নেট বিচ্ছিন্ন হবার সাথে সাথে আবার অটো কানেক্ট হয়ে যাবে। এজন্য আপনাকে প্রথমে প্রোক্সিমাইজ সফটটি চালু রেখে অটো ডায়ালার চালু রাখতে হবে, (মিনিমাইজ করে রাখবেন নেট ব্যবহারের সময় এই দুটি সফট)
ব্যাস! এবার আপনার পিসিতে যেকোনো ব্রাউজার দিয়ে নেট ব্রাউজিং করতে থাকুন।
ডাউনলোড এর জন্য আইডিএম ব্যবহার করুন।



ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ব্যবহারের নিয়ম:
আইডিএম ওপেন করে অপশন বারে ক্লিক করুন, সেখান থেকে প্রোক্সি সেটিং এ যান। এখানে Https বক্সে ১০.১২৮.০০১.০০২ এবং পোট ৮০৮০ লিখুন। ব্যবহারে সমস্যা হলে Http বক্সেও লিখতে পারেন।



এবার সরাসরি ডাউনলোড করুন!!!


টরেন্ট ব্যবহারের নিয়ম:
১। যেকোনো টরেন্ট সফট যেমন ইউ টরেন্ট  ওপেন করুন, সেখান থেকে অপশন>পেফারেন্স এ যান।



২। প্রেফারেন্স ডায়ালগ বক্স থেকে কানেকশনস অপশনে ক্লিক করুন।

৩। এখানে প্রোক্সি টাইপ বক্সে HTTPS নির্বাচন করুন। এরপর প্রোক্সি ঘরে লিখুন 10.128.001.002 এবং পোট ৮০৮০।


নিচের use proxy server to peer-to-peer connection বক্সে টিক চিহ্ন দিতে পারেন যদি কাজ না করে বৈকি!
৪। এবার টরেন্ট ডাউনলোড শুরু করুন।

এন্টিভাইরাস আপডেট:
এই পদ্ধতিতে ওই সকল এন্টিভাইরাস আপডেট করা যাবে তাদের আলাদা প্রোক্সি সেটিং থাকে। যেমনটি এই এ্যাভাস্ট এন্টিভাইরাস।
১। এ্যাভাস্ট এন্টিভাইরাস সফট ওপেন করুন, সেটিংস অপশনে ক্লিক করুন:


২। সেটিংস ডায়ালগ বক্স আসবে, এখানে আপডেট অপশনে ক্লিক করুন এবং নিচের দিকে যান।


৩। নিচের দিকে প্রোক্সি সেটিং অপশনে ক্লিক করলে একটি পপ-আপ ডায়ালগ বক্স আসবে। এরপর নিচের ছবির মতো সেটিং করে বেরিয়ে আসুন।


এবার প্রয়োজন মতো আপডেট দিন।

How can amplify Internet Speed যেভাবে ইন্টারনেট স্পীড বাড়াবেন সহজেই

আমরা যারা নেট ব্যাবহার করি, আমরা সবাই একটি সমস্যায় ভুগই। আর তা হচ্ছে ইন্টারনেট স্পীড। আপনি কি জানেন Microsoft Windows আপনার কম্পিউটারের ২০% ইন্টারনেট স্পিড কমানো আছে বাই ডিফল্ট । এই ২০% বেন্ডউইড Microsoft তাদের প্রডাক্ট আপডেট করার জন্য রিসার্ভ করে রাখে। সেই জন্য আপনি বঞ্চিত হচ্ছেন ২০% ব্যান্ডউইড থেকে। কি আজব তাই না?
তাহলে চলুন দেরি না করে ২০% স্পীড যোগ করি আমাদের ইন্টারনেটের সাথে।

ইন্টেরনেট স্পীড বাঁড়ার সকল নিয়ম দেখুন এখান থেকে ঃ    >> Increase Internet Speed
বোনাসঃ  সবগুলো অ্যান্টিভাইরাস এর lisence key  নিয়ে নিন ঃ  http://goo.gl/XbV7i7

>>সবগুলো অ্যান্টিভাইরাস এর সিরিয়াল ও লাইসেন্স কী এক জায়গায়

>> কিভাবে একটি ওয়েবসাইট চালু করবেন ?

>>TuneUp Utilities 2014 ফুল ভার্সন – সাথে প্রোডাক্ট কী । আপনার পিসিকে করবে গতিময়

>> Right click disable না করেই আপনার সাইট থেকে কপি করা ব্লক করুন

>> টাইম সিলেক্ট করে দিন – আপনার কম্পিউটার অটোমেটিক বন্ধ হবে

>> প্রক্সি সার্ভার এর লিস্ট – এবার আইপি হাইড করে ভিজিট করুন যে কোন ওয়েবসাইট এ ।

>> গ্রামীন ফোন এর ফ্রী ইন্টারনেট ব্যবহার করুন- উপভোগ করুন ফুল স্পীড ডাউনলোড

>> কিভাবে গুগল ক্রোম ডাউনলোড করবেন

>> ক্রেডিট কার্ড ছাড়াই কিভাবে Apple ID খুলবেন ।

>> ESET Smart Security 6 সাথে Lifetime Activation

>> বাংলাদেশের সব অপারেটরে ফ্রী এস.এম.এস পাঠান

>> ৭ টি মন মুগ্ধকর ছবি- আপনার মনকে ভাল করার ক্ষুদ্র প্রয়াস

Saturday, 2 November 2013

SEO এর চমৎকার ও কার্যকরি ২টি টুল সম্বন্ধে জ্ঞান নিয়ে নিন

 প্রিয় টেকটিউনার ভাইয়েরা, আশা করি সবাই ভালো আছেন। এস ই ও জগতে আমি নতুন। ব্লগার এ নতুন একটি ব্লগ খুলেছি। অনলাইনে ঘুরতে ঘুরতে দুটি বিষয় আমার খুব ভালো লেগেছে, তাই আপনাদের সাথে শেয়ার করছি।
যারা নতুন সাইট খুলেছেন এবং সাইটের SEO নিয়ে চিন্তিত তাদের জন্য আমি একটি ডেস্কটপ সফটওয়্যার শেয়ার করব। সফটওয়্যারটির নাম Traffic Travis. সফটওয়্যারটির Paid and Free Verson দুটিই আছে।এটি অনেকগুলো টুলস এর সমাহার। এর মাধ্যমে আপনি আপনার সাইটের On Page Optimization এর অনেক তথ্য বিশ্লেষণ করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারবেন।

সফটওয়্যারটির মাধ্যমে আপনার সাইটের Page Rank, Number of backlinks এবং আরও অনেক Page Element e.g. Titles, Description, Headings, Image etc.) সম্পর্কে জানতে পারবেন। বিষয়গুলো জানতে নিচর Screen Shot গুলো খেয়াল করুন।



ডাউনলোড লিংক: Traffic Travis
উপরোক্ত Page উপরের ডানদিকের কোনায় "Download" Button এ ক্লিক করুন।
পরবর্তী পেইজ এ পুরো নাম এবং ই-মেইল দিয়ে Registration করুন। এরপর আপনার ই-মেইলে যে ডাউনলোড লিংক দেয়া আছে তাতে ক্লিক করুন।
যে পেইজ টি আসবে তাতে নিচের চিত্রের মতো নিচের "No thanks, I am happy to use the free version at this stage" Button এ ক্লিক করুন। তার আগে অবশ্যই Registration Code টি কপি করে রাখুন। কোডটি সফটওয়্যারটি রান করানোর সময় কাজে লাগবে।

আশা করি আপনাদের কাজে আসবে।
প্রিয় টেকটিউনার ভাইয়েরা, আপনারা সবাই Mozilla FireFox এর Alexa Rank Add-ons সম্পর্কে জানেন। এরকম একটি টুলবার Google Chrome এ ব্যবহার করা যায় যার নাম - SEO Quake. এর মাধ্যমে আপনি কোন সাইটের Alexa Ranking, Google Page Rank, Bing indexing, Google Indexing সহ আরও অনেক তথ্য জানতে পারবেন।

আরেকটি বিষয়: আপনি যখন Google কোন বিষয় নিয়ে সার্চ দিবেন তখন আপনার Search Related যে সাইটগুলো আসবে তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য একইসাথে পেয়ে যাবেন। আপনি যখন Backlink করতে যাবেন তখন Site এ ঢুকে সাইটের Rank সম্পর্কে জানতে হবেনা। এটি আপনি চাইলে Google Chrome, Fire Fox, Opera সব ব্রাউজারে ব্যবহার করতে পারবেন।
নিচের Screen Shot টি খেয়াল করুন।

Toolbar টি Install করার জন্য: SEO Quake
বিষয়গুলো নিয়ে আগে কেউ টিউন করেছেন কিনা আমার জানা নেই। করা হয়ে থাকলে কিংবা যদি কোন ভূল করে থাকি তাহলে ক্ষমা করবেন।

সহজে শিখুন ফ্লাশ [পর্ব-০৮] :: ফ্লাশ তৈরির করার দারুণ এক ওয়েব সাইট


আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

ফ্লাশ তৈরি করার দারুণ এক ওয়েব সাইট, এই ওয়েব সাইটে আপনি আপনার ছবি দিয়ে সুন্দর একটি ফ্লাশ এনিমেশন বানাতে পারবেন তার সাথে লেখা ও দিতে পারবেন। তাহলে শিখে নিয় কিভাবে বানাতে হবে ফ্লাশ এনিমেশন।
ফ্লাশ এনিমেশন তৈরি করতে এখানে ক্লিক করুণ
তাহলে নিচের মত একটি পেজ আসবে ।

এখন Picture Banner বাটনে ক্লিক করুণ , তাহলে নিচের মত আরেকটি পেজ আসবে।
এবার Choose Banner বাটনে ক্লিক করুণ।

এবার যে ছবি দিয়ে ফ্লাশ এনিমেশন বানাবেন সে ছবি টি আপলোড করুণ,

এবার ছবি টা রোটেট করে ঠিক করুণ যদি ঠিক ছবি উলটা থকে তারপর Take Selection বাটনে করুণ ,

এভাবে Browse বাটনে ক্লিক করে ৩টি ছবি নিন।

এবার Text 1, Text2, Text 3, URL ঘরে আপনার ঠিকানা টাইপ করুণ এবং লেখার কালার সিলেক্ট করে Submit Query বাটনে ক্লিক করুণ ।

এবার আপনার ফ্লাশ এনিমেশটি Save করে রাখুন।

শীর্ষ ৫টি ইমেইল মার্কেটিং রিসোর্স সাইট


বর্তমানে ইমেইল মার্কেটিংকে ইতিহাসের সবচেয়ে কার্যকরী মার্কেটিং টুল হিসেবে বিবেচনা করা হয়। যদি সঠিকভাবে ব্যবহার করা যায় তবে ব্যক্তি পর্যায়ে পৌছনোর জন্যে এর চেয়ে কম ব্যয়বহুল, ইন্টারেক্টিভ এবং সহজভাবে চালানো যায় এমন মার্কেটিং টুল নেই বললেই চলে।

ইমেইল মার্কেটিংয়ের এমন কার্যকরীতার জন্যেই ছোট ছোট ই-কমার্স সাইটে দিন দিন এর ব্যবহার এবং জনপ্রিয়তা বাড়ছে। যুগের সাথে তাল মিলিয়ে ইমেইল মার্কেটিং এ আপডেটেড থাকতে সাহায্য করতে পারে এমন ৬টি সাইট হল:

ক্রিস ব্যাগট: http://exacttarget.typepad.com/chrisbaggott/

নো ম্যান ইজ অ্যান আইল্যান্ড: http://www.email-marketing-reports.com/iland/

বিল ন্যুসে: http://emailmarketing.silverpop.com/

টামারা: http://www.b2bemailmarketing.com/

ক্যাম্পেইন মনিটর: http://www.campaignmonitor.com/

মেইলচিম্প: http://mailchimp.com/

আপনার ফেইসবুক স্ট্যাটাসে লাইক কম পড়ে? তাহলে এই পোস্ট আপনার জন্যই

আপনার ফেইসবুক পোষ্টে বা পিকচারে কি লাইক কম পড়ে? আপনাদের সামনে আজ এমন একটি সাইটের সাথে পরিচয় করিয়ে দেব যার মধ্যমে আপনি সহজেই বাড়িয়ে নিতে পারবেন আপনার ফেইসবুক পোস্ট লাইক+পিকচার লাইক এবং অন্যান্য আপডেট।
প্রথমে আপনি এই লিংকে ক্লিক করুন। ওয়েব সাইটটির নাম TECHNOLOGYEX (টেকনোলজি এক্সপ্রেস)। ওয়েবসাইটটি ওপেন হবার পর আপনি কিভাবে লাইক পেতে হবে সে নির্দেশনা দেওয়া আছে। আপনাদের সুবিধার্থে আমি আপনাদের বলে দিচ্ছি।
আপনি দেখতে পাবেন একটি সিলেকশন বক্স। সেখান থেকে আপনি যে কোন একটি এপ্লিকেশন সিলেক্ট করুন। তারপর আপনি Get বাটনে ক্লিক করুন।
আপনারা হয়তো জেনে থাকবেন যে ফেইসবুক এপ্লিকেশন দিয়ে আজকাল অনেক ধরনের স্পামিং হয়। কিন্তু এই সাইটে ব্যাবহার করা হয়েছে কিছু জনপ্রিয় ওয়েব সাইট এবং প্রডাক্টের এপ্লিকেশন। সুতরাং এই এপ্লিকেশন ব্যাবহার করে আপনার বা আপনার আইডির কোন ক্ষতি হবার সম্ভাবনা নেই।
তারপর আপনি ফেইসবুক এপ্লিকেশনটি ওকে করুন। পর পর তিন বার ওকে করার পর আপনার ব্রাউজারের লোড হওয়া বন্ধ হয়ে যাবে। এখন আপনি আপনার ব্রাউজারের এড্রেস বারে লক্ষ করুন। এখান থেকে আপনাকে একটি এক্সেস টোকেন খুজে নিতে হবে। এই এক্সেস টোকেন এই ওয়েব সাইটকে আপনার ফেইসবুক আইডি চিনিয়ে দেব যেন সে আপনার আইডিতে আপনার পোস্ট বা পিকচারে লাইক দিতে পারে।
লক্ষ করুন আপনার ব্রাউজারের এড্রেস বারে। এড্রেস বারের এড্রেসের মধ্যে আপনার এক্সেস টোকেন লুকায়িত আছে। আপনি দেখতে পাবেন আপনার এক্সেস টোকেনটি শুরু হয়েছে #access_token= লেখা দিয়ে এবং শেষ হয়েছে &expires_in= লেখা দিয়ে। অর্থাৎ টোকেন টি হল #access_token= এর পর থেকে শুরু করে &expires_in= এর পূর্ব পর্যন্ত। সোজা কথায় #access_token= এবং &expires_in= লেখার মাঝের অংশটুকুই আপনার এক্সেস টোকেন।
এক্সেস টোকেনটি কপি করুন এবং এটা মূল সাইটের যেখানে আপনাকে বলা হয়েছে এক্সেস টোকেন টি সাবমিট করতে সেখানে পেস্ট করুন এবং সাবমিট বাটনে ক্লিক করুন।
এক্সেস টোকেন সাবমিট করার পর আপনি আপনার লাইক প্যানেল পেয়ে যাবেন এবং সেখানে দেখতে পাবেন প্রথমে আপনার ফেইসবুক প্রোফাইল পিকচার এবং আপনার ফেইসবুক নাম।
তারপর আপনি দেখতে পাবেন আপনার সর্বশেষ স্ট্যাটাস আপডেট এবং আপনার স্ট্যাটাস সম্বলিত একটি আইডি বক্স।
আপনার সর্বশেষ স্ট্যাটাসে লাইক পেতে আপনি ক্লিক করুন  লাইক বাটনে।
আপনি যদি আপনার পূর্বের কোন আপডেটে লাইক পেতে চান তবে আপডেট আইডি লিখুন এবং এন্টার চাপুন
পরবর্তীতে ব্যাবহারের জন্য আপনি লাইক প্যানেলটি বুকমার্ক করে রাখতে পারেন।
NB: যদি এক্সেস টোকেন পেতে আপনার কোন সমস্যা হয় তবে আপনি অন্য ব্রাউজার দিয়ে চেষ্টা করুন। আসাকরি কোন সমস্যা হবে না।
এখন আপনাদের মনে একটি প্রশ্ন আসতে পারে যে, আইডি হ্যাক বা নষ্ট হয়ে যাবে না তো? আমি বলব অবশ্যই না, আইডির কোন সমস্যা হবে না। কারন এখানে আপনার ফেইসবুক আইডির পাসওয়ার্ড চাওয়া হয়নি। আর এখানে যেসব এপ্লিকেশনের লিস্ট দেওয়া আছে সেগুলো একটাতেও স্পাম হবার বিন্দুমাত্র ভয় নাই।
আপনি নির্দ্বিধায় ব্যাবহার করতে পারবেন এই সাইটটি।