কেমন আছেন আপনারা? আশাকরি ভাল। আমিও ভাল আছি। আপনাদের সবাইকে একটা খুশির সংবাদ দিতে ছুটে এলাম। আজ বাংলাদেশের ইতিহাসে এই প্রথম “জাভাস্ক্রিপ্ট বাংলা ইবুক” প্রকাশিত হল। বইটি আমি নিজেই লিখেছি। বইটি প্রকাশিত হয়েছে ফেসবুক ওয়ার্ডপ্রেস গ্রুপ থেকে। বইটি মোট ১৭ টি অধ্যায় দিয়ে সাজানো হয়েছে। বইটিতে জাভাস্ক্রিপ্ট এর প্রায় সকল বিষয় নিয়েই আলোচনা করা হয়েছে। আশা করি বইটি আপনাদের জাভাস্ক্রিপ্ট শেখার কাজে সাহায্য করবে। বইটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত আশা করছি।
জাভাস্ক্রিপ্ট হল ক্রস প্লাটফর্ম অবজেক্ট ওরিয়েন্টেড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। জাভাস্ক্রিপ্টের একটি বড় সুবিধা হল একটি ছোট প্রোগ্রামিং-এর সাহায্যে অনেক বড় কাজ করা যায়। জাভাস্ক্রিপ্ট হল একটি ইন্টারপ্রিটেড ল্যাঙ্গুয়েজ (যার অর্থ হল এটার পূর্ববর্তী কোন কম্পাইলেশনের প্রয়োজন হয় না। জাভাস্ক্রিপ্ট হল একটি ক্লাইন্ট সাইড স্ক্রিপ্টিং ল্যাংগুয়েজ বা ব্রাউজার স্ক্রিপ্টিং। ক্লাইন্ট সাইড স্ক্রিপ্টিং ল্যাংগুয়েজ এর অর্থ হচ্ছে যে ওয়েব ব্রাউজ করবে তার ব্রাউজার এই স্ক্রিপ্টগুলোকে run/execute করবে। স্ক্রিপ্টিং ল্যাংগুয়েজ হল প্রোগ্রামিং ল্যাংগুয়েজের সহজ ও সংক্ষিপ্ত রুপ। ওয়েব পেজে প্রোগ্রামিং-এর ছোঁয়া দিতেই স্কিপ্টের উদ্ভাবন। আপনি যদি ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করতে চান তবে আপনাকে অবশ্যই স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ ভালভাবে জানতে হবে।
এখানে ক্লিক করে ডাউনলোড করুন।
ওয়েব ডিজাইন ও ডেভলপিং বিষয়ে ব্যতিক্রম টিউন পেতে ভিজিট করুনঃ http://www.WebTechnologyBlog.com/আপডেট টিউন পেতে লাইক করুন আমাদের ফেসবুক ফ্যান পেজঃ https://www.facebook.com/WebTechnologyBlog
জাভাস্ক্রিপ্ট বাংলা ইবুক এর ফ্লাশ এনিমেশান
::::::::::ডাউনলোড::::::::::
অথবা সরাসরি ডাউনলোড লিংক
==============================================
জাভাস্ক্রিপ্ট ইবুক টি পড়তে সমস্যা হলে পিডিএফ রিডার সফট ডাউনলোড করে নিবেনপিডিএফ রিডার সফট : ১
ডাউনলোড লিংক ১
পিডিএফ রিডার সফট: ২
ডাউনলোড লিংক ২
No comments:
Post a Comment