আপনি কি ATM ব্যবহারকারি? আপনার অজান্তে চুরি হতে পারে আপনার অ্যাকাউন্ট এর টাকা। সময় থাকতে সাবধান হোন। ১ টি সময় উপযোগী টিউন। সবার পড়া উচিত
এখন আপনি পিন চাপলেন সেটাও আমি দেখে ফেললাম আর কার্ড এর উপরে ত আপনার নাম লেখাই থাকে । সবই আমি জেনে গেলাম । এখন আপনি ভাবছেন এই সব জানলে আমি আপনার কি করতে পারব যদি আমার হাতে কার্ড না পাই ? কিন্তু না এই ৩ টি জিনিস জানলে আমি আপনার কার্ড থেকে হাজার হাজার টাকা চুরি করে ফেলতে পারব ।
ভাবছেন কিভাবে ? ধরেন আমি এখন online এ ১ টা money detector কিনব ajkerdeal.com থেকে সেখানে তাদের online payment সিস্টেম আছে আমি dutch bangla bank er atm card use করব তারা আমাকে ডাচ বাংলা ব্যাংক এর ওয়েবসাইট এ নিয়ে যাবে সেখানে তারা আমার কাছে কি কি information চাইতে পারে নিচের স্ক্রীন শট এ দেখি ।
এখানে যে information দিতে হবে তা হল ১। কার্ড মালিকের নাম ২। কার্ড এর নাম্বার ৩। পিন । এগুলুর মধ্যে সব গুলুই আমার জানা হয়ে গেছে । এবার আমি টাকাটা paid করব ।
এখানে দেখুন payment successful।
এভাবে যে কারো কার্ড এর নাম্বার জানা থাকলে তার সরবনাশ করা যাবে । সুধু তাই নয় যদি আপনি অন্য কার কম্পিউটার ইউস করে অনলাইন এ কিছু কোন কিছু কিনেন এবং অনলাইন এ payment করেন তাহলে অই কম্পিউটার এর মালিক যদি আগে থেকে কম্পিউটার এ Keylogger দিয়ে রাখে তাহলে আপনার সব ইনফর্মেশন তার কাছে থেকে যাবে এবং সে এটার অপ ব্যাবহার করতে পারবে ।
এই ভয়ঙ্কর সমস্যা থেকে বাচার উপায়
- ১। ATM Booth ব্যাবহার এর সময় খেয়াল রাখুন ।
- ২। নিজের কার্ড কখনও অন্নের হাতে দিবেন না ।
- ৩। কার্ড সব সময় নিরাপদ জায়গায় রাখুন।
- ৪। কিছুদিন পর পর পিন পরিবর্তন করুন অন্তত মাসে ১ বার হলেও ।
- ৫। কখন নিজের কম্পিউটার ছাড়া অন্য কারও কম্পিউটার ইউস করে অনলাইন এ payment করবেননা ।
- ৬। যাদের কার্ড এ খুদাই করে নাম লেখা নেই মার্কার কলম দিয়ে লেখা তারা অন্য মার্কার ইউস করে নামটা মুছে ফেলুন বা ঢেকে ফেলুন ।
- ৭। যাদের কার্ড এ খুদাই করে নাম লেখা তারা কার্ড ফেরত দিয়ে খুদাই ছাড়া কার্ড নিতে পারেন।
আজ এ পর্যন্তই সবাই ভাল থাকবেন ।
No comments:
Post a Comment