Ad

Ad

Pages

Tuesday 29 October 2013

Control Your Dream, Can See your Dream

 
 কিছু দিন আগে এডিনবার্গ আন্তর্জাতিক বিজ্ঞান উৎসব এ আইফন নতুন একটি এপ্লিকেশন দিয়ে সবার নজর কেরেছে।নতুন এই এপ্লিকেশন টি মানুষ কে সুন্দর এবং পছন্দমত স্বপ্ন দেখাতে সাহায্য করবে।এ ছাড়া এটি পছন্দ অনুযায়ী সাউন্ডস্কেপ  বা শব্দ তৈরি করে দেখাবে।নতুন এই এপিকেশন টির নাম দেয়া হয়েছে DREAM ON Apps.এপ্লিকেশন টির নির্মাতা হলেন হার্টফোর্ডশায়ার বিশ্ববিদ্যালয় এর অধ্যাপক রিচার্ড ওয়াইজম্যান।

iPhone Screenshot 1
 আসুন জেনে নিই এর উল্লেখযোগ্য অংশ গুলোঃ
  • ঘুমানোর সময় মোবাইল টি আপনার বালিশ এর নিচে রাখতে হবে।
  • এটি মানুষ কে সুন্দর স্বপ্ন দেখাতে সাহায্য করবে।
  • স্বপ্ন দেখার পর ব্যবহারকারি কে জাগিয়ে দিবে। এবং এর প্রতিক্রিয়া ব্যক্ত করবে।
  • বিছানার নিচে রাখলে এটা সহজেই বুঝতে পারবে এর ব্যবহার কারি জেগে আছে না ঘুমিয়ে আছে।
  • এর একটি মজার ব্যপার হলো এর মাধ্যমে নাকি স্বপ্ন রেকর্ড করা যাবে।কি আজব!!!!!!
কিভাবে এটা ব্যবহার করতে হবেঃ
  • ঘুমানোর আগে ব্যবহারকারি কে ঠিক করে নিতে হবে সে কখন ঘুমাবে এবং উঠবে।
  • এর পর ঠিক করতে হবে সে কি ধরনের স্বপ্ন দেখতে চায়।
  • এর পর ফোনটি বালিশ এর নিচে রাখতে হবে।
  • ব্যবহারকারি যখন স্বপ্ন দেখবে তখন অ্যাপস টি তে মোশন সেন্সর কাজ করবে
  • এইএপ্লিকেশন ব্যবহার করলে ভয়ংকর অথবা দুঃস্বপ্ন দেখার ব্যপার কমে যাবে।
এই এপ্লিকেশন টি বিনামুল্যে নামানো জাবে।এটার এন্ড্রোয়েড ভার্সন নির্মানের পরিকল্পনা চলছে।
এখন দেখে নিন এটা চালাতে কি কি লাগবে?
Requirements: Compatible with iPhone 3GS, iPhone 4, iPhone 4S, iPod touch (3rd generation), iPod touch (4th generation) and iPad.Requires iOS 5.0 or later.
বিস্তারিত জানতে এবং ডাউনলোড করতে নিচের লিঙ্ক এ যান।

No comments:

Post a Comment